ফেসিয়াল করালে যে ছয় উপকার পাবেন

🇧🇩 Top Bangla News, Newspapers, Portals, Magazines, Etc. 💖

বিউটি পার্লারের নাম শুনলেই সচরাচর আমাদের মাথায় আসে, সেখানে রূপচর্চার জন্য নারীরা যায়। একইভাবে স্পা এর কথা শুনলেও বেশিরভাগ মানুষের মাথায় আসে, সেগুলো তো নারীদের জন্য। ফেসওয়াশ শব্দের সঙ্গেও যেন নারী জড়িয়ে আছে। কোনো পুরুষও যে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারে, তা অনেকে ভাবতেই পারে না।

অথচ বিভিন্ন কারণে পুরুষদের মুখমণ্ডল খসখসে হয়ে যায়। তেল চিটচিটে ভাব কাটানোর জন্য অনেকেই বারবার মুখ ধুয়ে ফেলেন। বিভিন্ন ধরনের প্রসাধনীও অনেকেই ব্যবহার করেন। কিন্তু দিনশেষে কাজের কাজ কিছুই হয় না। এক্ষেত্রে পার্লারে গেলে সেখানকার প্রশিক্ষিত ব্যক্তিরা আপনার ত্বকের ওই দশার কারণ চিহ্নিত করে করণীয় ঠিক করতে পারেন।

অনেক পুরুষই ভাবে, আমি তো ছেলে মানুষ, আমি কেন ফেসিয়াল করাবো; এটা তো মেয়েদের কাজ। কিন্তু ফেসিয়াল মানে তো, ত্বকের এক ধরনের চিকিৎসা; যা লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা করে থাকেন। 

মূলত তারা ত্বক পরিষ্কার করে দেন, চামড়ার মরা আস্তরণ সরিয়ে দেন, ত্বকে প্রয়োজনে ম্যাসাজ করে দেন এবং সুন্দর করে সাজানোর কাজ করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, ব্রণ যেন না হয়, কিংবা যাদের হয়েছে, তা যেন দ্রুত সেরে যায়, সেজন্য ফেসিয়াল করা হয়। তবে অজানা বা অদক্ষ কারো দ্বারা ফেসিয়াল করালে ক্ষতিও হতে পারে।

ফেসিয়াল করালে যে ছয় উপকার পাবেন

ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার থাকে। ত্বকের আস্তরণ মসৃণ হয়ে যায়। ফলে ময়লা পড়লেও অল্পতেই তা উঠে যায়। যে কারণে ত্বকে এক ধরনের উজ্জ্বলতা ফিরে আসে।

ফেসিয়াল করার ফলে কালো দাগ দূর হয়ে যায়। কারণ, ফেসিয়াল করার ফলে মরা চামড়াগুলো অপসারণ করা হয়ে থাকে।

ফেসিয়াল করালে মরা চামড়াগুলো সম্পূর্ণভাবে অপসারণ করা যায়। যেটা বাড়িতে কোনোভাবেই করা সম্ভব হয় না। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে বিশেষজ্ঞরা সেটা অপসারণ করেন।

ফেসিয়াল করালে আপনার ত্বক সম্পর্কেও জানতে পারবেন। বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিতে পারবেন, আপনি ঠিক কোন কোন প্রসাধনী ব্যবহার করতে পারবেন আর কোনগুলো আপনার ত্বকের জন্য ক্ষতিকর।

ফেসিয়াল করার সময় বিশেষজ্ঞরা অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। যেগুলো হয়তো আপনার বাড়িতে নেই। তাছাড়া তারা বিভিন্ন ধরনের এলইডি লাইট ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি এবং আলট্রা সাউন্ডও ব্যবহার করে থাকেন। তাদের কাছ থেকে থ্যারাপিও নিতে পারবেন।

সেলুনে গেলেও এ ধরনের ঘটনা ঘটে। অনেকেই চুল কাটানোর সময় ঘুমিয়ে পড়েন কিংবা চোখটা ঢুলু ঢুলু হয়ে আসে। তেমনিভাবে ফেসিয়াল করার সময় মুখমণ্ডল এক ধরনের আদর পেয়ে থাকে। ওই সময়টা অনেকেই উপভোগ করে থাকেন। এটা অনেকটাই বডি ম্যাসাজের মতো। ত্বকের ওপর ম্যাসাজেও এক ধরনের আরাম লাগে।


MCB Love to Mention CSL : >
(Content Source Link)

🇧🇩 Top Bangla News, Newspapers, Portals, Magazines, Etc. 💖


MCB Watch Console (Admin Chioce)

MCB Watch Console (Viewer Chioce)


✐রুমানার রান্নাবান্না 💖


প্রবাসীদের দারুণ সুখবর দিল কাতার সরকার | পরিবারের জন্য ৫ বছর মেয়াদী ফ্যামিলি রেসিডেন্স ভিসা

প্রবাসীদের দারুণ সুখবর দিল কাতার সরকার | পরিবারের জন্য ৫ বছর মেয়াদী ফ্যামিলি রেসিডেন্স ভিসা

সাময়িক বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে কাতারের শ্রমবাজার।

এ সুসংবাদ জানার পর আরেকটি সুখবর পেলেন কাতারে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

তাহলো – এক মাসের জন্য নয়, অভিবাসীদের পরিবারের জন্য ৫ বছর মেয়াদী ফ্যামিলি রেসিডেন্স ভিসা দেবে কাতার সরকার।

দেশটিতে বৈধভাবে কর্মরত প্রবাসীরা এখন থেকে ইচ্ছা করলে তাদের পরিবারের সদস্যদের খুব সহজেই নিয়ে আসতে পারবেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্যামিলি রেসিডেন্স ভিসা আবেদনের নিয়মাবলীও জানিয়ে দেয়া হয়েছে ওই প্রতিবেদনে।

যা যা লাগবে:

১. আবেদনকারীর ভ্যালিড কাতার আইডির ফটোকপি।

২. আবেদনকারীর কাতারে কর্মরত প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা ও সেলারি সার্টিফিকেটের সত্যায়িত কপি।

৩. যাদের জন্য আবেদন করা হবে তাদের সবার পাসপোর্টের ফটোকপি।

৪. স্ত্রীর জন্য ম্যারেজ সার্টিফিকেট ও বাচ্চাদের জন্য তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট।

৫. পরিবারের কোনো সদস্যের বয়স যদি ১৮ বছরের ওপরে হলে তার জন্য নিজ ইউনিয়ন/উপজেলা/পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে।

অন্যান্য প্রয়োজনীয় তথ্য:

১. ভিসা আবেদন ফর্মটি আরবিতে টাইপ করতে হবে এবং পাসপোর্টে দেয়া তথ্য অনুযায়ী সব তথ্য পূরণ করতে হবে।

২. আবেদন ফরম ও সঙ্গে দেয়া প্রতিটি কাগজ অবশ্যই স্পষ্ট ও বোধগম্য হতে হবে।

৩. যাদের জন্য আবেদন করা হবে তাদের সবাইকে বাংলাদেশে অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

৪. তথ্যগুলো কাতারের ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার পর ভিসা এপ্রুভালের অনুমোদন প্রদান করবে।

৫. প্রতিটি আবেদনের জন্য ২০০ কাতার রিয়েল প্রদান করতে হবে।

৬. আবেদনকারীরা চাইলে মাতরাশ-২ (হুকুমি মোবাইল অ্যাপ) এর মাধ্যমেও আবেদন কর‍তে পারবেন।

ভিসা আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন: ভিসা আবেদন ফরম

প্রসঙ্গত, কাতারে গত বছরের জুলাইয়ে বাংলাদেশি প্রবাসীদের হাতে দুই জন নেপালি নাগরিক খুন হয়। এর প্রভাব পরে কাতারের শ্রমবাজারেও। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দেয় কাতার সরকার। এতে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রফতানি বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি হঠাৎ করেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কাতার প্রশাসন।

source

*below is the google-done translation of above content, please excuse the google translation if seem somewhat inappropriate.

After the temporary closure, the labor market in Qatar has reopened. After hearing this good news, there was another good news from Qatari migrants from different countries including Bangladesh. Tahlow – The Qatar government will issue a family residence visa for a family of immigrants, not for a month. From now on, legally employed expatriates in the country can easily bring their family members if they wish. This was reported in a Qatar-based Gulf News report on Tuesday.

Whatever it takes:

১. Photocopy of applicant's valid Qatar ID.

2. The certified copy of the contract and celebrity certificate signed with the applicant's Qatar-based organization.

৩. Photocopy of the passport of all those to whom it will be applied.

৪. Marriage Certificate for Wife and Birth Registration Certificate for Children.

৫. If a member of the family is above the age of 6 years, he / she should get the certificate from his / her union / upazila / municipality or city corporation.


Other essential information:

১. The visa application form should be typed in Arabic and complete with all the information as per the information provided in the passport.
2. The application form and each accompanying paper must be clear and understandable.
৩. All those who apply for the Qatar Visa Center in Dhaka or Sylhet will have to pass the medical examination.
৪. The information will be approved by Visa Approval after the scrutiny of the Qatari visa authorities.
 
৫. For each application, 20 Qatari Real will be provided. 
৬. Applicants can also apply through Matarash-2 (Hukumi Mobile App) if desired. 

Click to download visa application form: visa application form In July last year, two Nepalese citizens were murdered in the hands of Bangladeshi expatriates in Qatar. The impact of this on Qatar’s labor market. The Qatar government has banned visas for Bangladeshi workers without any prior announcement. It also halts the export of manpower from Bangladesh to the country. However, the Qatar administration has suddenly withdrawn its decision.

ইউটিউব যুগের পাত্র/পাত্রী চাই বিজ্ঞাপন

পাত্র চাই

কানাডা প্রবাসী সুন্দরী, সুশিক্ষিত, চাকরিজীবী ও স্মার্ট মেয়ের জন্য নিম্নোক্ত যোগ্যতানুরুপ পাত্র চাওয়া হচ্ছে।

যোগ্যতা :

  • ১ মিলিয়ন সাবস্ক্রাইবার সহ একটি সুন্দর ও পরিশীলিত নিস্(Niche) চ্যানেলের মালিক হতে হবে
  • ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে সর্বনিম্ন ২০ হাজার
  • সফল নিস্(Niche) চ্যানেলের পাশাপাশি সফল একটি Vlog চ্যানেলও থাকতে হবে

বিজ্ঞাপন দাতা : পাত্রীর আম্মু

যোগাযোগ : **********

পাত্রী চাই

কানাডা প্রবাসী সুন্দর, সুশিক্ষিত, চাকরিজীবী ও স্মার্ট ছেলের জন্য নিম্নোক্ত যোগ্যতানুরুপ পাত্রী চাওয়া হচ্ছে।

যোগ্যতা :

  • ১ মিলিয়ন সাবস্ক্রাইবার সহ একটি সুন্দর ও পরিশীলিত নিস্(Niche) চ্যানেলের মালিক হতে হবে
  • ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে সর্বনিম্ন ২০ হাজার
  • সফল নিস্(Niche) চ্যানেলের পাশাপাশি সফল একটি Vlog চ্যানেলও থাকতে হবে

বিজ্ঞাপন দাতা : পাত্রের আব্বু

যোগাযোগ : **********

চায়না সফলভাবে করোনা ভাইরাস কে ডিফিট করছে ! হতাশ ট্রাম্প প্রশাসন।

চায়না সফলভাবে করোনা ভাইরাস কে ডিফিট করছে ! হতাশ ট্রাম্প প্রশাসন।

NEWstoryBD

পশ্চিমা মিত্রদের সমর্থন চাই: এরদোগান

ইদলিবে লড়াই যখন প্রচণ্ড রূপ নিয়েছে, তখন সিরিয়া যুদ্ধ নিয়ে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বাস্তবিক সমর্থন দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইতিমধ্যে তুর্কি-গ্রিস সীমান্তে শরণার্থী সংকট কঠিন আকার নিয়েছে। হাজার হাজার শরণার্থী গ্রিসে ঢুকতে চাইলে নতুন করে বেড়ে ওঠা উত্তেজনা নিয়ে ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনা করতে ব্রাসেলস গেছেন এরদোগান।- খবর আল-জাজিরার

এর আগে গতমাসে নিজেদের ভূখণ্ডে শরণার্থীদের আটকে রাখতে পারছে না বলে জানিয়ে দেয় আংকারা।

ন্যাটো সেক্রেটারি জেনস স্টোলেনবার্গের সঙ্গে আলোচনার পর এরদোগান বলেন, সিরিয়া থেকে আসা কয়েক লাখ শরণার্থীকে সামাল দিতে পশ্চিমা মিত্রদের সমর্থন চেয়েছি।

তিনি বলেন, এই সংকট সিরিয়া থেকে উদ্ভূত। নিরাপত্তা ও মানবিকতার দিক থেকে যা আমাদের অঞ্চলের জন্য হুমকি। ইউরোপও এতে নিরাপদ না। কোনো ইউরোপীয় দেশের বিলাসিতার সুযোগ নেই, যে এ সংকট নিয়ে তারা উদাসীন থাকবে।

শরণার্থীরা গ্রিসের সঙ্গে তুরস্কের সীমান্তে গিয়ে জড়ো হয়েছেন। এর আগে এরদোগান সরকার জানায় যে এসব শরণার্থীকে ধরে রাখা তাদের পক্ষে আর সম্ভব না।

ইদলিবের উত্তরপশ্চিমাঞ্চলে তীব্র লড়াইয়ে কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এরদোগান বলেন, এই লড়াইয়ে আমাদের সব পশ্চিমা মিত্রের কাছ থেকে বাস্তবিক সমর্থন প্রত্যাশা করছি। তুর্কি এতদিন একাই লড়াই চালিয়ে আসছে। এই সংকটকালীন অবস্থায় ন্যাটোর সমর্থন অপরিহার্য।

source

জেনে নিন যে কারণে পাকিস্থানের প্রধানমন্ত্রীকে শুনতে হল…

জেনে নিন যে কারণে পাকিস্থানের প্রধানমন্ত্রীকে শুনতে হল নেটিজেনদের গালাগালি

চট্টগ্রাম থেকে আমেরিকা|কোয়ালিটি-গুরু সুবীর চৌধুরী

একজন বাঙালির কাছে একবার হেরে গিয়েছিলেন বিল গেটস। বিল গেটসের বইকে পেছনে ফেলে চট্টগ্রামের ছেলে সুবীর চৌধুরীর বই হয়েছিল ইউরোপের এক নম্বর বাণিজ্যবিষয়ক বই।

সুবীর চৌধুরীর বইটা ছিল ম্যানেজমেন্ট ২১ সি। ২০০০ সালে এ বই বের করেছিল ফিন্যান্সিয়াল টাইমস, যুক্তরাজ্য। আর বিল গেটসের বইটা ছিল বিজনেস অ্যাট দ্য স্পিড অব থটস। সুবীর চৌধুরীর বই বিল গেটসের টাকে হারিয়ে ইউরোপের সেরা বাণিজ্য-গ্রন্থের সম্মান অর্জন করেছিল।

নিউইয়র্ক টাইমস সুবীর চৌধুরীকে অভিধা দিয়েছে ‘লিডিং কোয়ালিটি এক্সপার্ট’ বা ‘নেতৃস্থানীয় উৎকর্ষ বিশেষজ্ঞ’। তিনি বিশ্বের ১ নম্বর বেস্টসেলিং লেখক, যাঁর লেখার বিষয় ‘সিক্স সিগমা দর্শন’। বিজনেস উইক তাঁকে আখ্যা দিয়েছে ‘দ্য কোয়ালিটি প্রফেট’ বা ‘উৎকর্ষের ভবিষ্যদ্বক্তা’ বলে।

সুবীর চৌধুরীর নতুন বই দ্য ডিফারেন্স ইউএসএ টুডের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় স্থান পেয়েছে। ‘দ্য থিংকারস ৫০’ তাঁকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদের তালিকায় স্থান দিয়েছে চারবার—২০১১ সালে ৫০, ২০১৩ সালে ৪০, ২০১৫ সালে ৩৯ আর ২০১৭ সালে থিংকারের তালিকায় তাঁর স্থান ২৭।

চট্টগ্রাম থেকে আমেরিকা|কোয়ালিটি-গুরু সুবীর চৌধুরী